মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত শুভ পাঠান ও হৃদয়সহ অনেকে
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘ এক মাসের বেশি কারাভোগ করার পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠানসহ আরও কয়েকজন।
জেলা ও দায়রা জজ আদালত শুভ পাঠান, রিপন হোসেন হৃদয়, মো. মাছুম, জুটন মিয়া, মো. রাজু সহ অন্যান্যদের জামিন মঞ্জুর করেন। মুক্তির পর জামালপুর জেলা কারাগার থেকে বের হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
শুভ পাঠান জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক। একই সঙ্গে আইন ছাত্র ফোরাম, জামালপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা ও শহর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মুক্তির পর নেতাকর্মীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যা আদালতে জামিনযোগ্য বলে প্রমাণিত হয়েছে।