মাধবপুরে সাংবাদিক হাসান ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলা!
হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক হাসান ভূঁইয়া এবং তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হাসান ভূঁইয়া যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার এবং বর্তমানে “যায়যায় দিন” ও “সমাচার” পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, বিকেলের দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় সাংবাদিক হাসান ভূঁইয়া এবং তার পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বাড়িঘরের জিনিসপত্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাংবাদিক হাসান ভূঁইয়া বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং সাংবাদিক হিসেবে কাজ করি। আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তবুও এই নৃশংস হামলা কেন হলো, তা বুঝতে পারছি না। আমি এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।”
এ ঘটনার পর সাংবাদিক হাসান ভূঁইয়া মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় মাধবপুর উপজেলার সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেছে।