সাংবাদিককে হুমকি
মাধবপুরে রাস্তা দখল নিয়ে প্রতিবেদন
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট বানানোর সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মুজাহিদ মসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। মুজাহিদ মসি “কালবেলা” পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট তৈরি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও এতে কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ বিষয়ে সাংবাদিক মুজাহিদ মসি প্রতিবেদন প্রকাশ করলে তাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকির অডিও রেকর্ড তার কাছে রয়েছে।
সাংবাদিক মুজাহিদ মসি বলেন, “সত্য প্রতিবেদন করার মাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এতে অপকর্মের হোতারা ক্ষুব্ধ হয়ে আমাকে হুমকি দিয়েছে।”
যোগাযোগ করা হলে অভিযুক্ত রিনা বেগম বলেন, “সাংবাদিক, পুলিশ এবং ইউএনও সবাই একই ধরনের লোক। টাকা দিয়ে সবাইকে কেনা যায়। আমি ওই সাংবাদিককে যা বলার ফোনে বলেছি।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। দ্রুত ওই জিডির প্রসিকিউশন দেওয়া হবে।”
এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি রাস্তা দখলের বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।