“মাধবপুরে ডিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুই নারী আটক”
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে মাধবপুর থানাধীন নোয়াপাড়া বাজারের আলুহাটি প্রবেশমুখের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১,০০০, ৫০০ ও ২০০ টাকার জাল নোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকার জাল মুদ্রা উদ্ধার করে ডিবি পুলিশ। এরপর মাধবপুরের সন্তোষপুর গ্রামের জনৈক জসীম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা সংরক্ষণের অভিযোগে দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন (২২) এবং খালেক মিয়ার মেয়ে নূর বেগম (৪৩)। এছাড়া নূর বেগমের কিশোরী মেয়ে হামিদা খাতুন (১৫)-কেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শামীম হাসান। তার সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক সোহেল রানা ও এসআই রিপন সিংহ।
পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়ানোর সঙ্গে জড়িত। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি এ.কে.এম শামীম হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি মাধবপুর ও আশপাশের এলাকায় বাজারে জাল টাকা ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। ডিবির এই অভিযান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।