মাধবপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজু মিয়ার সভাপতিত্বে ও পারভেজ খানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মোঃ আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা কৃষকদের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং কৃষকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তারা কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক মূল্যায়ন ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান। সমাবেশে কৃষক দলের স্থানীয় নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কৃষক দলের নেতারা আগামী দিনে কৃষকদের স্বার্থে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।