ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিরসনের দাবিতে মানববন্ধন চলাকালে মুসল্লীদের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান। বুধবার (২৯ জানুয়ারি) তিনি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ এ মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব আলী শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সবুজ শেখসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমি সংক্রান্ত ইস্যুতে গত ২২ জানুয়ারি মুসল্লীরা মানববন্ধন করলে ওই সময় হামলার ঘটনা ঘটে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান গুরুতর আহত হন। হামলাকারীরা তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ উঠেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান জানান, আফরা মধ্যপাড়া জামে মসজিদটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পান। তার নিয়োগের আগে মসজিদের তৎকালীন সভাপতির নামে মসজিদের সামনে থাকা রেলওয়ের কিছু জমি ইজারা ছিল, যা মসজিদের কাজে ব্যবহৃত হতো এবং এর আয়ের অর্থ মসজিদ পরিচালনার জন্য ব্যয় করা হতো।

কিন্তু ইমাম আইয়ুব আলী শেখ দায়িত্ব গ্রহণের পর মসজিদের সভাপতির নামে থাকা রেলওয়ের জমি নিজের নামে ইজারা নেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় মুসল্লীরা নতুন মসজিদ কমিটি গঠন করে এবং এ বিষয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করে।

উচ্চ আদালত বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা দিলেও অভিযোগ রয়েছে যে, আসামিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে ৫০-৬০ জনের একটি দল নিয়ে জোরপূর্বক মসজিদের নিয়ন্ত্রণাধীন একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে নিয়ে যায়।

এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মুসল্লীরা মানববন্ধন করলে তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মুসল্লীরা আইনের আশ্রয় নিলে আদালতে মামলা গ্রহণ করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫৩৩ বার পড়া হয়েছে

মসজিদের জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলা

আপডেট সময় ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিরসনের দাবিতে মানববন্ধন চলাকালে মুসল্লীদের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান। বুধবার (২৯ জানুয়ারি) তিনি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ এ মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব আলী শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সবুজ শেখসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমি সংক্রান্ত ইস্যুতে গত ২২ জানুয়ারি মুসল্লীরা মানববন্ধন করলে ওই সময় হামলার ঘটনা ঘটে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান গুরুতর আহত হন। হামলাকারীরা তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ উঠেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান জানান, আফরা মধ্যপাড়া জামে মসজিদটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পান। তার নিয়োগের আগে মসজিদের তৎকালীন সভাপতির নামে মসজিদের সামনে থাকা রেলওয়ের কিছু জমি ইজারা ছিল, যা মসজিদের কাজে ব্যবহৃত হতো এবং এর আয়ের অর্থ মসজিদ পরিচালনার জন্য ব্যয় করা হতো।

কিন্তু ইমাম আইয়ুব আলী শেখ দায়িত্ব গ্রহণের পর মসজিদের সভাপতির নামে থাকা রেলওয়ের জমি নিজের নামে ইজারা নেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় মুসল্লীরা নতুন মসজিদ কমিটি গঠন করে এবং এ বিষয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করে।

উচ্চ আদালত বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা দিলেও অভিযোগ রয়েছে যে, আসামিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে ৫০-৬০ জনের একটি দল নিয়ে জোরপূর্বক মসজিদের নিয়ন্ত্রণাধীন একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে নিয়ে যায়।

এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মুসল্লীরা মানববন্ধন করলে তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মুসল্লীরা আইনের আশ্রয় নিলে আদালতে মামলা গ্রহণ করা হয়।