মধ্য বাড্ডায় দিনে-দুপুরে সাংবাদিকের বাসায় ডাকাতি, তদন্তে পুলিশ
রাজধানীর মধ্য বাড্ডায় ১৫৮/ট নম্বর ছয় তলা ভবনের তৃতীয় তলায় সাংবাদিক শহীদুল ইসলাম শরীফ-এর বাসায় আজ দুপুরে ডাকাতি সংঘটিত হয়। সাংবাদিক শহীদুল ইসলাম শরীফ চেকপোস্ট পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, সাংবাদিক শহীদুল ইসলাম শরীফ এর স্ত্রী চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পরই এ ডাকাতির ঘটনা ঘটে। চুরি বা লুটের প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
ট্যাগস :