ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভিসির বাস ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: চেকপোস্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ৯৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রক্তাক্ত চিত্র প্রদর্শনীর পর তারা এই ঘোষণা দেন এবং মিছিলসহ উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এর আগে, শিক্ষার্থীরা “রক্তাক্ত কুয়েট” শিরোনামে ১৮ ফেব্রুয়ারির হামলার চিত্র প্রদর্শন করেন, যেখানে কুয়েটের কিছু শিক্ষার্থীর সহায়তায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা জানান, তাদের মূল ছয়টি দাবির মধ্যে কিছু কৌশলে এড়িয়ে গিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের বাসভবনে তালা লাগিয়ে দেন। তারা বলেন, উপাচার্যকে নির্যাতনের যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তারা সম্মানের সঙ্গে আচরণ করেছেন এবং তার শরীরে কোনো আঘাত করেননি।

শিক্ষার্থীরা আরও জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ে কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। তাই প্রশাসনিক অধ্যাদেশ গুরুত্বসহকারে কার্যকর করতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসন তাদের পাঁচটি দাবি মেনে নেওয়ার মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং গঠিত কমিটিতে সাধারণ শিক্ষার্থীদের কাউকে রাখা হয়নি, ফলে তাদের প্রতি আস্থা নেই।

সন্ত্রাসীদের হামলার ভিডিও ও ছবি থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় শিক্ষার্থীরা হতাশ। তাদের মতে, এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা এবং আন্দোলন থেকে দূরে রাখার অপচেষ্টা। ফলে বাধ্য হয়ে উপাচার্যের বাসভবনে তালা লাগানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

ভিসির বাস ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা

আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ৯৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রক্তাক্ত চিত্র প্রদর্শনীর পর তারা এই ঘোষণা দেন এবং মিছিলসহ উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এর আগে, শিক্ষার্থীরা “রক্তাক্ত কুয়েট” শিরোনামে ১৮ ফেব্রুয়ারির হামলার চিত্র প্রদর্শন করেন, যেখানে কুয়েটের কিছু শিক্ষার্থীর সহায়তায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা জানান, তাদের মূল ছয়টি দাবির মধ্যে কিছু কৌশলে এড়িয়ে গিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের বাসভবনে তালা লাগিয়ে দেন। তারা বলেন, উপাচার্যকে নির্যাতনের যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তারা সম্মানের সঙ্গে আচরণ করেছেন এবং তার শরীরে কোনো আঘাত করেননি।

শিক্ষার্থীরা আরও জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ে কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। তাই প্রশাসনিক অধ্যাদেশ গুরুত্বসহকারে কার্যকর করতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসন তাদের পাঁচটি দাবি মেনে নেওয়ার মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং গঠিত কমিটিতে সাধারণ শিক্ষার্থীদের কাউকে রাখা হয়নি, ফলে তাদের প্রতি আস্থা নেই।

সন্ত্রাসীদের হামলার ভিডিও ও ছবি থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় শিক্ষার্থীরা হতাশ। তাদের মতে, এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা এবং আন্দোলন থেকে দূরে রাখার অপচেষ্টা। ফলে বাধ্য হয়ে উপাচার্যের বাসভবনে তালা লাগানো হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464