ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান এবং পরিচালক অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ও আলোচনা চলছে। তবে সিনেমার মুক্তির প্রস্তুতি এবং প্রচারণা নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে।
অনন্য মামুন তার পরিকল্পনা অনুযায়ী সিনেমার প্রচারণা নিয়ে বড় কিছু করার চেষ্টা করলেও বাস্তবতা কিছুটা ভিন্ন ছিল। তার প্রচারণার বেশ কিছু অংশ বাস্তবায়িত হয়নি, যার কারণে দর্শকদের মাঝে কিছুটা হতাশা দেখা গেছে। এর ফলে শাকিব ভক্তরা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে নির্মাতা মামুনকে তীব্র সমালোচনা করেছেন।
এ প্রসঙ্গে শাকিব খান সম্প্রতি কলকাতায় এসকে মুভিজ আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন, “মালেশিয়াসহ অন্যান্য দেশ থেকে অনেকেই গানটির জন্য ছুটি নিয়েছিলেন, কিন্তু মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে, কিন্তু সে ডিজার্ভ করে এটা।” এই মন্তব্যের পর নির্মাতা মামুন কিছুটা বিব্রত হন, কারণ শাকিব তখন তার পাশেই ছিলেন।
এছাড়া, ‘দরদ’ সিনেমার ট্রেলার এবং গান মুক্তির বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে। সিনেমার মুক্তির মাত্র তিন দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায়, এটি বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছে।
তবে শাকিব খান ব্যক্তিগতভাবে সিনেমা নিয়ে বেশ আশাবাদী। কলকাতায় এসকে মুভিজের আয়োজনে তিনি সিনেমাটি নিয়ে বলেন, “১৫ নভেম্বর থেকে ‘দরদ’ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২০টিরও বেশি দেশে মুক্তি পাবে। এটি একটি চমৎকার গল্পের সিনেমা এবং গান রিলিজ হতে দেরি হলেও, সবার ভালোবাসায় এক ঘন্টায় ট্রেন্ডিংয়ে চলে এসেছে।”শাকিব যৌথ প্রযোজনা নিয়ে নিজের অভিমতও জানিয়েছেন। তিনি বলেছেন, “যতবারই কলকাতায় আসি, দুই বাংলাকে কখনো আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানে সবাই একে অপরের প্রতি একই অনুভূতি পোষণ করে। দুই বাংলায় যৌথ প্রযোজনা সবসময় ইতিবাচক এবং এতে উভয় ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়।”
এখন দেখার বিষয় হবে, মুক্তির পর সিনেমাটি কিভাবে দর্শকপ্রিয়তা অর্জন করে এবং শাকিব খান ও নির্মাতা অনন্য মামুনের এই উদ্যোগ সফল হয় কি না।