ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সফিকুল ইসলাম

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে মোঃ সফিকুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আক্তার জানান, সমবায় রেজিস্ট্রেশন নং- ৫৩/০৪ এর আওতায় সংগঠনের তফসিল ঘোষণা করা হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার এবং ডিরেক্টরসহ মোট পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রয় হবে,  ২৬ ও ২৭ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল হবে, ২৮ জানুয়ারি, যাচাই-বাছাই করা হবে, ২৯ জানুয়ারি, প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ১১ ফেব্রুয়ারি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল বলেন, নির্বাচনের দিন ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ১,২৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি।

বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড শিক্ষা ও কর্মচারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মোঃ সফিকুল ইসলামের পুনরায় নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
৫৩১ বার পড়া হয়েছে

বীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সফিকুল ইসলাম

আপডেট সময় ০৭:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে মোঃ সফিকুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আক্তার জানান, সমবায় রেজিস্ট্রেশন নং- ৫৩/০৪ এর আওতায় সংগঠনের তফসিল ঘোষণা করা হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার এবং ডিরেক্টরসহ মোট পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রয় হবে,  ২৬ ও ২৭ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল হবে, ২৮ জানুয়ারি, যাচাই-বাছাই করা হবে, ২৯ জানুয়ারি, প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ১১ ফেব্রুয়ারি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল বলেন, নির্বাচনের দিন ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ১,২৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি।

বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড শিক্ষা ও কর্মচারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মোঃ সফিকুল ইসলামের পুনরায় নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।