ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল ডাঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি মুদি দোকান থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত শামসুল হকের ছেলে সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাবেদ আলী শুধু মাদক ব্যবসায়ীই নয়, বরং আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য। নিজ জেলার বাইরে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২(২)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের মতে, পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানানো হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
৫৫১ বার পড়া হয়েছে

বীরগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৭:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল ডাঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি মুদি দোকান থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত শামসুল হকের ছেলে সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাবেদ আলী শুধু মাদক ব্যবসায়ীই নয়, বরং আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য। নিজ জেলার বাইরে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২(২)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের মতে, পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানানো হয়েছে।