বিতর্ক প্রতিযোগিতা, প্রতিকার নয় প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা
ঢাকার দোহার উপজেলায় “প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা” প্রতিপাদ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, সকালে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সততার চর্চার মাধ্যমে সৎ হওয়ার প্রতিযোগিতায় যুক্ত হতে পারবে, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।”
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বলেন, “এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিবেক জাগ্রত করার মাধ্যমে সত্যনিষ্ঠ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়ার পথ দেখাবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মো. মহিউল মিল্লাত, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকি প্রমুখ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস্ উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্ত পর্বে ড্যাফোডিলস্ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
এর আগে, উপজেলার ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা স্টোর উদ্বোধন, সততা সংঘ গঠন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।