ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বালুবাহী নছিমন উল্টে যুবক নিহত, আহত ২

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বৈশেরপাড় এলাকায় বালুবাহী নছিমন উল্টে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নয়ন মিয়া (১৪), তিনি মইনপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের জমশের আলীর ছেলে দুলাল মিয়া (২০) এবং আপ্তাব আলীর ছেলে ইমন মিয়া (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার রাতে শহীদ মিনার এলাকা থেকে বালু বোঝাই নছিমন হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। বৈশেরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনটি ধানক্ষেতে উল্টে থাকতে দেখে। গাড়িটি স্থানীয় মেম্বার মুর্শেদ মিয়ার জিম্মায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

বালুবাহী নছিমন উল্টে যুবক নিহত, আহত ২

আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বৈশেরপাড় এলাকায় বালুবাহী নছিমন উল্টে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নয়ন মিয়া (১৪), তিনি মইনপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের জমশের আলীর ছেলে দুলাল মিয়া (২০) এবং আপ্তাব আলীর ছেলে ইমন মিয়া (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার রাতে শহীদ মিনার এলাকা থেকে বালু বোঝাই নছিমন হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। বৈশেরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনটি ধানক্ষেতে উল্টে থাকতে দেখে। গাড়িটি স্থানীয় মেম্বার মুর্শেদ মিয়ার জিম্মায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464