বাগেরহাটে চুলকাটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পিকনিকে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ শিশুকানন আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পিকনিকে গিয়ে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রায় ১২০-১৩০ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক দুইটি বাসযোগে ঝিনাইদহের জোহানবার্গ ভ্যালী পার্কে বাৎসরিক শিক্ষা সফরে যান। তাদের দুপুরের খাবারের জন্য খুলনা জিরো পয়েন্ট থেকে বিরিয়ানি নেওয়া হয়েছিল। তবে সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েন।
অবস্থার অবনতি হলে তাদের ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক অভিভাবক অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা পিকনিকে গিয়েছিলেন তাদের প্রায় সবাই অসুস্থ হয়েছেন। কারও স্যালাইন চলছে, কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ বা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও বাসের চালকরাও অসুস্থ অবস্থায় রয়েছেন। তবে একটি পরিবারের চারজন সুস্থ আছেন, যাদের খাবার খাওয়া হয়নি।
চুলকাটি বাজারের রড ব্যবসায়ী তরফদার শফিকুল ইসলাম টুটুল, যিনি পিকনিকে গিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, পিকনিকের প্রায় ৯০% মানুষই অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। পার্ক কর্তৃপক্ষ অসুস্থদের চিকিৎসার ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা করছে।
ধারণা করা হচ্ছে, বিরিয়ানি খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে। বাস চালকও অসুস্থ থাকায় দলটি এখনও ফিরতে পারেনি। চালক সুস্থ হলে সকলকে নিয়ে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।