ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে ৭ই নভেম্বর পালনে কেন্দ্রীয় ছাত্রদলের র‍্যালি

হারুন শেখ, বাগেরহাট::

ঐতিহাসিক ৭ নভেম্বর সেপাহী জনতার বিপ্লব উপলক্ষে বাগেরহাটের রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে তা রনসেন ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। ফয়লাহাট বাসস্টান্ডের মসজিদ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্টের পরে দেশ কিছুটা রাহু মুক্ত হলেও ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার হাসিনার পতন হলেও তার সাঙ্গপাঙ্গরা অবাধে চলাফেরা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। ছাত্র-জনতার এ বিজয়কে কোন অবস্থায় ম্লান হতে দেয়া হবে না। এ জন্যে সকল ভেদাভেদ ভুল গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও তার নির্দেশনা বাস্তবায়ন সকলকে একযোগে কাজ করার আহবান জানান এই কেন্দ্রীয় নেত্রী।

উজলকুড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজমুল হুসাইন বাবু, সাবেক সহসাধারণ সম্পাদক মহিবুল্লাহ শেখ, সহসাধারণ সম্পাদক এস, এম রাসেল, জেলা ছাত্রদলের সাবেক কৃষিবিষক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম প্রিন্স, ইব্রাহীম আকুন্জী, আহাদ শেখ, সাইফুল ইসলাম, পাপ্পু, মাসুদ, সুমন প্রমুখ। এ ছাড়ারও বক্তব্য দেন, যুবদলের উজলকুড় ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আজাহার হোসেন টুকু, মুনায়েম হাওলাদার, হাসানুর রহমান, তিতাস মল্লিক, মিলন মল্লিক, হিরন মল্লিক, আ. হান্নান।

অনুষ্ঠানে রামপাল উপজেলা ছাত্রদল, রামপাল সরকারি ডিগ্রী কলেজ, আবুল কালাম ডিগ্রী কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, দিগরাজ কলেজ ও মোংলা কলেজের ছাত্রছাত্রী, যুবদল, মহিলা দল ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
৫০৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ৭ই নভেম্বর পালনে কেন্দ্রীয় ছাত্রদলের র‍্যালি

আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক ৭ নভেম্বর সেপাহী জনতার বিপ্লব উপলক্ষে বাগেরহাটের রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে তা রনসেন ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। ফয়লাহাট বাসস্টান্ডের মসজিদ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্টের পরে দেশ কিছুটা রাহু মুক্ত হলেও ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার হাসিনার পতন হলেও তার সাঙ্গপাঙ্গরা অবাধে চলাফেরা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। ছাত্র-জনতার এ বিজয়কে কোন অবস্থায় ম্লান হতে দেয়া হবে না। এ জন্যে সকল ভেদাভেদ ভুল গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও তার নির্দেশনা বাস্তবায়ন সকলকে একযোগে কাজ করার আহবান জানান এই কেন্দ্রীয় নেত্রী।

উজলকুড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজমুল হুসাইন বাবু, সাবেক সহসাধারণ সম্পাদক মহিবুল্লাহ শেখ, সহসাধারণ সম্পাদক এস, এম রাসেল, জেলা ছাত্রদলের সাবেক কৃষিবিষক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম প্রিন্স, ইব্রাহীম আকুন্জী, আহাদ শেখ, সাইফুল ইসলাম, পাপ্পু, মাসুদ, সুমন প্রমুখ। এ ছাড়ারও বক্তব্য দেন, যুবদলের উজলকুড় ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আজাহার হোসেন টুকু, মুনায়েম হাওলাদার, হাসানুর রহমান, তিতাস মল্লিক, মিলন মল্লিক, হিরন মল্লিক, আ. হান্নান।

অনুষ্ঠানে রামপাল উপজেলা ছাত্রদল, রামপাল সরকারি ডিগ্রী কলেজ, আবুল কালাম ডিগ্রী কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, দিগরাজ কলেজ ও মোংলা কলেজের ছাত্রছাত্রী, যুবদল, মহিলা দল ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।