বাগেরহাটের রামপালে মৎস্য ঘেরের খাল কাটায় ব্যাপক ক্ষতি
বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামে মৎস্য ঘেরের খাল কেটে দেওয়ায় মাছ চাষিদের বিপুল পরিমাণ ক্ষতির অভিযোগ উঠেছে। তাপস হালদার ও বিপ্রদাস হালদার নামের দুই সহোদরের মাছ চাষের ঘেরের মধ্যে থাকা সরকারি খাল কেটে দেওয়ার ফলে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী তাপস হালদার সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রামপাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মৃত হরিদাস হালদারের ছেলে তাপস হালদার ও তার পরিবার কালেখারবেড় মৌজার বিলে ১০ একর জমিতে ১৮-২০ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।
গত ২ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টায় কালেখারবেড় গ্রামের মো. দেলোয়ার হোসেন ইজারদার ও মো. তিতাস শেখ ২০-২৫ জন লোক নিয়ে এসে তাদের মৎস্য ঘেরের মধ্যবর্তী সরকারি খালের বাঁধ কেটে দেয়। ফলে পানির স্রোতে ঘেরের মাছ ভেসে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ সময় তারা মাছ চাষ না করার জন্য হুমকি দিয়ে চলে যায়।
অন্যদিকে, অভিযুক্ত দেলোয়ার ইজারদার ও তিতাস শেখ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের মেয়াদে সরকারি খালটি বাঁধ দিয়ে বন্ধ করা হয়েছিল, যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিল। গ্রামবাসী তাদের স্বার্থে খালের বাঁধ অপসারণ করেছে।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।