ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০টি বসতবাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০টি বসতবাড়ি ভাঙচুর

বাগেরহাটের রামপাল উপজেলার মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেওয়া ১০টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা এবং মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলার মুজিবনগর গ্রামে প্রায় ১৭/১৮ বছর ধরে ১০টি ভূমিহীন পরিবার সরকারি খাস জমিতে বসবাস করে আসছিল। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। তবে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ. হাই এবং আমানতসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূমিহীন পরিবারের উপর হামলা চালায়।

এ সময় তাদের বসতবাড়ি ভাঙচুর, ঘেরের মাছ ছিনিয়ে নেওয়া এবং স্বর্ণালঙ্কার লুট করা হয়। হামলার ফলে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম এবং নাসিমা বেগম আহত হন। মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, হামলা ও লুটপাটের কারণে তাদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত শাহাদাৎ ফকির জানান, তারা নদী ভাঙনে চন্ডিতলা মৌজার জমি হারিয়ে খাস খতিয়ানভূক্ত জমির উপর আদালতে মামলা করে জমি ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, ওই জমি সরকারকে দখল করতে দেওয়া হয়নি এবং বর্তমানে সরোয়ার, মুজিবররা তা দখল করে বিক্রি করছে।

রামপাল থানার ওসি জানিয়েছেন, অভিযোগটি তাদের কাছে পৌঁছেছে এবং সরকারি জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫৪৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০টি বসতবাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ

আপডেট সময় ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
বাগেরহাটের রামপাল উপজেলার মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেওয়া ১০টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা এবং মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলার মুজিবনগর গ্রামে প্রায় ১৭/১৮ বছর ধরে ১০টি ভূমিহীন পরিবার সরকারি খাস জমিতে বসবাস করে আসছিল। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। তবে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ. হাই এবং আমানতসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূমিহীন পরিবারের উপর হামলা চালায়।

এ সময় তাদের বসতবাড়ি ভাঙচুর, ঘেরের মাছ ছিনিয়ে নেওয়া এবং স্বর্ণালঙ্কার লুট করা হয়। হামলার ফলে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম এবং নাসিমা বেগম আহত হন। মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, হামলা ও লুটপাটের কারণে তাদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত শাহাদাৎ ফকির জানান, তারা নদী ভাঙনে চন্ডিতলা মৌজার জমি হারিয়ে খাস খতিয়ানভূক্ত জমির উপর আদালতে মামলা করে জমি ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, ওই জমি সরকারকে দখল করতে দেওয়া হয়নি এবং বর্তমানে সরোয়ার, মুজিবররা তা দখল করে বিক্রি করছে।

রামপাল থানার ওসি জানিয়েছেন, অভিযোগটি তাদের কাছে পৌঁছেছে এবং সরকারি জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।