বাগেরহাটের রামপালে দুস্থদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ
বাগেরহাটের রামপালে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আ. সত্তার মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিত্তবানদের সম্পদের মাঝে গরিবদেরও হক রয়েছে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমাদের সকল ভেদাভেদ ভুলে রাষ্ট্র মেরামতের কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক আলী আকবার সম্রাট, সদস্য লাভলু ফকির, গোপিনাথ ঘোষ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, উপজেলা যুবদল নেতা লায়ন এস. এম. মহসিন হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম মুন্সি, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা হাওলাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসমাইল মোল্লা খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ও সদস্য আশিকুজ্জামান সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ, মুজাহিদ শেখ, সাব্বির হাসান পাপ্পু, জুয়েল আকুঞ্জি প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।