ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলা বন্দরে ২৭টি নিলামকৃত গাড়ির বিক্রয়াদেশ জারি

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটের মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টমস হাউস। বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে সংশ্লিষ্ট আমদানিকারকরা খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করা হয়।

নিলামে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ দর পেয়েছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি, যা এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছে চট্টগ্রামের ‘ডিএমসি লজিস্টিক’ নামের একটি প্রতিষ্ঠান। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান গত ৯ ফেব্রুয়ারি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ জানুয়ারি নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ি সর্বোচ্চ দর পেয়েছে, যার ফলে বিক্রয়াদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, ভেজেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ বিভিন্ন মডেলের গাড়ি অন্তর্ভুক্ত ছিল। ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা। তবে চূড়ান্ত বিক্রয় মূল্য এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা হয়েছে।

মোংলা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, নিলামে বিক্রিত অন্যান্য গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিতসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানা এবং জাম্প ট্রাক।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরে আমদানি হওয়ার পর নির্ধারিত ৩০ দিনের বেশি সময় ধরে পড়ে থাকা ৩০০টি গাড়ি মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৭২টি গাড়ি গত ২০ জানুয়ারি নিলামে তোলা হয়।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা বন্দরে ২৭টি নিলামকৃত গাড়ির বিক্রয়াদেশ জারি

আপডেট সময় ০৬:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বাগেরহাটের মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টমস হাউস। বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে সংশ্লিষ্ট আমদানিকারকরা খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করা হয়।

নিলামে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ দর পেয়েছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি, যা এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছে চট্টগ্রামের ‘ডিএমসি লজিস্টিক’ নামের একটি প্রতিষ্ঠান। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান গত ৯ ফেব্রুয়ারি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ জানুয়ারি নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ি সর্বোচ্চ দর পেয়েছে, যার ফলে বিক্রয়াদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, ভেজেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ বিভিন্ন মডেলের গাড়ি অন্তর্ভুক্ত ছিল। ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা। তবে চূড়ান্ত বিক্রয় মূল্য এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা হয়েছে।

মোংলা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, নিলামে বিক্রিত অন্যান্য গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিতসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানা এবং জাম্প ট্রাক।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরে আমদানি হওয়ার পর নির্ধারিত ৩০ দিনের বেশি সময় ধরে পড়ে থাকা ৩০০টি গাড়ি মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৭২টি গাড়ি গত ২০ জানুয়ারি নিলামে তোলা হয়।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464