বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩
বাগেরহাটের মোংলায় একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) ভোর রাতে মোংলার গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোকন উদ্দিন (৬০), তিনি মোংলা উপজেলার সোনাইলতলার বাসিন্দা ওয়াজেদ আলী শেখের ছেলে।দিদার মোল্লা (৩২), খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।
আহত তিনজনের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান, দুর্ঘটনাটি ঘটে ধান বহনকারী একটি ট্রলি (নসিমন) মোংলার সেলিমের রাইসমিল থেকে সোনাইলতলায় ফেরার পথে। কুয়াশার কারণে চালক রাস্তার পাশে রাখা পাথরের স্তুপ দেখতে না পেরে সেটির উপর উঠে যান। এতে ট্রলিটি তিনবার উল্টে যায়। ট্রলিতে থাকা পাঁচজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন হাসপাতালে আসার আগেই মারা যান। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, “রাত ২টার দিকে দ্রুতগতিতে আসা একটি নসিমন রাস্তার পাশে রাখা পাথরের স্তুপে উঠে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে রাখা পাথরের স্তুপ এবং ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ। স্থানীয়রা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে রাখা সামগ্রী অপসারণ এবং ট্রলির মতো যানবাহনের জন্য গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।