বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্যের প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সহযোগিতায় সাংবাদিক ও নারীদের নিরাপত্তা ও তথ্যের প্রবেশাধিকারের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৈনিক প্রবাহ ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় খুলনা ও আশপাশের জেলা থেকে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ প্রকাশ, কিশোরীদের তথ্যের প্রবেশাধিকার ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিসির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির। প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা বিভাগের প্রধান এতেশামুল হক শাওন। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির এ এইচ এম শামীমুজ্জামান, দৈনিক প্রবাহ-এর বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমস-এর সম্পাদক সুমন আহমেদ ও প্রথম আলো-এর রিপোর্টার উত্তম মণ্ডল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী সাংবাদিকদের তথ্যপ্রবাহে অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের বেতন-ভাতা ও নিয়োগপত্র সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানান। সমাপনী বক্তৃতায় নুরুজ্জামান জানান, আগামী ১৩ আগস্ট সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করবে বিএনপিসি।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ২০২৪ সালে ৯০ সদস্য নিয়ে যাত্রা শুরু করে এবং ইতিমধ্যেই ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর আন্তর্জাতিক নিউজলেটারে স্থান পেয়েছে। খুব শীঘ্রই সংগঠনটি আন্তর্জাতিক জার্নালিস্ট প্রটেক্ট কমিটিতে রূপ নেবে বলে আশা প্রকাশ করা হয়।