ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শেরপুর জেলা শহরে যাওয়ার পথে বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে, দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৫৪৯ বার পড়া হয়েছে

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শেরপুর জেলা শহরে যাওয়ার পথে বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে, দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।