প্রিয় সংগঠন স্বপ্ন একাদশের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জামালপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “স্বপ্ন একাদশ” তাদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রিপন হোসেন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন একাদশের প্রধান উপদেষ্টা এম. শুভ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন হৃদয়, আনন্দ খান, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা লিটন মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাশেম হাসু, নাসির উদ্দিন, সুলতান মিয়া, ঝুটন মিয়া, সানোয়ার হোসেন সানু, শাহরিফার কোনে বিদ্যুৎ, মোবারক হোসেন, সীমান্ত, মোঃ জাহিদ হাসান, মোনোয়ার হোসেন লিংকন, রাজু আহাম্মেদ বাবু, সিয়াম, রাকিব, জীবন, মাসুম মিয়া এবং শ্রাবণ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সবাই স্বপ্ন একাদশের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য মোঃ জুয়েল রানা। স্বপ্ন একাদশের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনগুলোতে আরও ব্যাপক পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।