ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি: সন্দেহভাজন নারী আটক

স্টাফ রিপোর্টার::

ছবি: আটককৃত মহিলা শাহীনুর

ঢাকার মধ্য বাড্ডার ১৫৮/ট বাসায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুরে চুরির অভিযোগে এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃত মহিলার নাম শাহীনুর বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, চুরির ঘটনায় অভিযুক্ত শাহীনুর ৯ ফেব্রুয়ারি মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসায় চুরি করতে গেলে স্থানীয় জনসাধারণ তাকে ধরে ফেলে এবং পরে বাড্ডা থানায় সোপর্দ করে। তদন্তের পর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় যে, শাহীনুর মধ্য বাড্ডার ১৫৮/ট বাসার চুরির ঘটনায়ও জড়িত ছিল। এরপর ১০ ফেব্রুয়ারি ২০২৫ তাকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড চলাকালীন সময়ে শাহীনুর স্বীকার করে যে, সে মধ্য বাড্ডার ১৫৮/ট বাসায় চুরির সাথে সরাসরি জড়িত ছিল এবং সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে। তবে, পুলিশ তার কাছ থেকে এসব চুরি হওয়া মালামালের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পায়নি। জিজ্ঞাসাবাদের সময় শাহীনুর জানায়, সে চুরি করা মালামাল সবুজ নামে এক ব্যক্তির কাছে জমা রেখেছে, কিন্তু ওই ব্যক্তির ঠিকানা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায়।

এছাড়া, শাহীনুর তার পরিচয় সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দেয়, যার ফলে পুলিশ তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে করে তদন্ত প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

উল্লেখ্য, চুরির শিকার বাড়ির মালিক মিসেস রঞ্জু আরা ঘটনার সময় তার ৫ মাস বয়সী নাতিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চুরির পুরো ঘটনা মাত্র ৩৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে সংঘটিত হয়।

এই ঘটনায় পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। অপরাধী শনাক্ত ও গ্রেফতারের পরও চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫৭০ বার পড়া হয়েছে

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি: সন্দেহভাজন নারী আটক

আপডেট সময় ১২:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকার মধ্য বাড্ডার ১৫৮/ট বাসায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুরে চুরির অভিযোগে এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃত মহিলার নাম শাহীনুর বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, চুরির ঘটনায় অভিযুক্ত শাহীনুর ৯ ফেব্রুয়ারি মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসায় চুরি করতে গেলে স্থানীয় জনসাধারণ তাকে ধরে ফেলে এবং পরে বাড্ডা থানায় সোপর্দ করে। তদন্তের পর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় যে, শাহীনুর মধ্য বাড্ডার ১৫৮/ট বাসার চুরির ঘটনায়ও জড়িত ছিল। এরপর ১০ ফেব্রুয়ারি ২০২৫ তাকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড চলাকালীন সময়ে শাহীনুর স্বীকার করে যে, সে মধ্য বাড্ডার ১৫৮/ট বাসায় চুরির সাথে সরাসরি জড়িত ছিল এবং সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে। তবে, পুলিশ তার কাছ থেকে এসব চুরি হওয়া মালামালের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পায়নি। জিজ্ঞাসাবাদের সময় শাহীনুর জানায়, সে চুরি করা মালামাল সবুজ নামে এক ব্যক্তির কাছে জমা রেখেছে, কিন্তু ওই ব্যক্তির ঠিকানা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায়।

এছাড়া, শাহীনুর তার পরিচয় সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দেয়, যার ফলে পুলিশ তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে করে তদন্ত প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

উল্লেখ্য, চুরির শিকার বাড়ির মালিক মিসেস রঞ্জু আরা ঘটনার সময় তার ৫ মাস বয়সী নাতিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চুরির পুরো ঘটনা মাত্র ৩৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে সংঘটিত হয়।

এই ঘটনায় পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। অপরাধী শনাক্ত ও গ্রেফতারের পরও চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।