পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীর উপর ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি, যখন ভুক্তভোগী নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। তার তিন ছেলে বাড়ি থেকে চলে গেলে অভিযুক্ত মোজাফফর বাড়িতে প্রবেশ করে এবং পিছন থেকে তাকে জাপটে ধরেন। ভুক্তভোগী নারীর চিৎকারে মোজাফফর পালিয়ে যান। ঘটনার সময় স্থানীয়রা এসে ভুক্তভোগীর কাছ থেকে বিস্তারিত শোনেন এবং অভিযুক্ত মোজাফফরের দৌড়ে পালানোর দৃশ্য দেখতে পান।
ভুক্তভোগী জানান, তার স্বামী প্রায় ৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত এবং তিনি তার তিন সন্তানসহ স্বামীর বাড়িতে থাকেন। কিছুদিন ধরেই অভিযুক্ত মোজাফফর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, তবে তিনি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি।
১৪ জানুয়ারি, ভুক্তভোগী নিজেই পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। স্থানীয় বিএনপি নেতা এক সাক্ষাৎকারে জানান, তারা একটি সালিশ বৈঠক আয়োজন করেছিলেন, তবে অভিযুক্ত সালিশের সিদ্ধান্ত মানেননি। পরে ভুক্তভোগী থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত মোজাফফর পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।