ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যা অভিযোগ

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: চেকপোস্ট

রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী শিপন আলীর (৩৫) বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহতের নাম সোমা বেগম।

রবিবার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার পর সকালে শিপন প্রতিবেশীদের ডেকে এনে জানান যে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন ও সোমার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। নিহত সোমার মা পিঞ্জিরা বেগম অভিযোগ করে বলেন, “আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি।”

এ ঘটনায় নিহতের মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শিপন আলীকে। পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। অভিযুক্ত শিপনের পিতা রুস্তমা আলীকে বাসায় পাওয়া যায়নি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং প্রধান আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যা অভিযোগ

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী শিপন আলীর (৩৫) বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহতের নাম সোমা বেগম।

রবিবার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার পর সকালে শিপন প্রতিবেশীদের ডেকে এনে জানান যে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন ও সোমার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। নিহত সোমার মা পিঞ্জিরা বেগম অভিযোগ করে বলেন, “আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি।”

এ ঘটনায় নিহতের মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শিপন আলীকে। পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। অভিযুক্ত শিপনের পিতা রুস্তমা আলীকে বাসায় পাওয়া যায়নি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং প্রধান আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464