ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত: আমান উল্লাহ আমান

শহীদুল ইসলাম শরীফ::

বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের জন্য তৎকালীন সরকারকে দায়ী করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, “শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই অপরাধে তার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) কেরানীগঞ্জের হযরতপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সব সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলোর অধিকাংশই বিএনপি আড়াই বছর আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে প্রস্তাব করেছিল।”

বিএনপির এই নেতা জানান, “গত ১৬ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেককে গুম-খুন করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে।”

তিনি বলেন, “আগামীতে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিক, বিএনপি নেতা ফজলুল করিম, আল আমিন টুলু, মোজাম্মেল, নাজিম উদ্দিন ও শাফায়েত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত: আমান উল্লাহ আমান

আপডেট সময় ০২:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের জন্য তৎকালীন সরকারকে দায়ী করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, “শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই অপরাধে তার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) কেরানীগঞ্জের হযরতপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সব সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলোর অধিকাংশই বিএনপি আড়াই বছর আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে প্রস্তাব করেছিল।”

বিএনপির এই নেতা জানান, “গত ১৬ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেককে গুম-খুন করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে।”

তিনি বলেন, “আগামীতে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিক, বিএনপি নেতা ফজলুল করিম, আল আমিন টুলু, মোজাম্মেল, নাজিম উদ্দিন ও শাফায়েত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464