পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেঁচড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির অধীন টহল দল সীমান্তের ২৮৩/২৫-এস নম্বর পিলারের কাছাকাছি চেঁচড়া মাঠ এলাকায় ওৎ পেতে থাকে। এসময় এক চোরাকারবারী বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি তাকে চ্যালেঞ্জ জানায়। অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায় এবং সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দেয়।
পরে বস্তা তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ও ১ বোতল ম্যাজিক মোমেন্টস ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ১,৫১,৫০০ টাকা।
বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।