ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩৬টি হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ও চুরি যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গত ছয় মাস ধরে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পাঁচবিবি থানার এএসআই সোহেল রানা গত সাত দিনে এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেন।

শনিবার (১ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম। তিনি বলেন, “মোবাইল ফোন এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে সংরক্ষিত তথ্য অনেক সময় অত্যন্ত মূল্যবান হয়। প্রকৃত মালিকের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

এএসআই সোহেল রানা বলেন, “বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও ডকুমেন্টস। হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারলে ভালো লাগে।”

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনায় এবং পাঁচবিবি থানার সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা মনে করছেন, পাঁচবিবি থানার এমন উদ্যোগ পুলিশের প্রতি জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধারে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩৬টি হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার

আপডেট সময় ০৩:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ও চুরি যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গত ছয় মাস ধরে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পাঁচবিবি থানার এএসআই সোহেল রানা গত সাত দিনে এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেন।

শনিবার (১ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম। তিনি বলেন, “মোবাইল ফোন এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে সংরক্ষিত তথ্য অনেক সময় অত্যন্ত মূল্যবান হয়। প্রকৃত মালিকের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

এএসআই সোহেল রানা বলেন, “বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও ডকুমেন্টস। হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারলে ভালো লাগে।”

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনায় এবং পাঁচবিবি থানার সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা মনে করছেন, পাঁচবিবি থানার এমন উদ্যোগ পুলিশের প্রতি জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধারে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464