ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চিকিৎসক সংকট নিরসনে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি::

ছবি: চেকপোস্ট

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা পঞ্চগড়ের চিকিৎসাসেবা সংকট তুলে ধরে বলেন, জেলার ১২ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন, আর জেলার অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৬ জন চিকিৎসক।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় সদর উপজেলার প্রতিনিধি সদস্য তানবিরুল বারী, বায়েজিদ বোস্তামী, বোদা উপজেলা শাখার প্রতিনিধি সদস্য শিশির আসাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, পঞ্চগড়ের মানুষের চিকিৎসা সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জরুরি চিকিৎসার জন্য রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠানো হয়, যার ফলে অনেকে পথেই মারা যান।

এ ছাড়া সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করতে নতুন ভবন নির্মাণ করা হলেও সেটি এখনো চালু হয়নি। বক্তারা দাবি করেন, ১৫ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উপস্থিতি: জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। তারা পঞ্চগড়ের চিকিৎসাসেবার উন্নয়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৫৩২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে চিকিৎসক সংকট নিরসনে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা পঞ্চগড়ের চিকিৎসাসেবা সংকট তুলে ধরে বলেন, জেলার ১২ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন, আর জেলার অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৬ জন চিকিৎসক।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় সদর উপজেলার প্রতিনিধি সদস্য তানবিরুল বারী, বায়েজিদ বোস্তামী, বোদা উপজেলা শাখার প্রতিনিধি সদস্য শিশির আসাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, পঞ্চগড়ের মানুষের চিকিৎসা সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জরুরি চিকিৎসার জন্য রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠানো হয়, যার ফলে অনেকে পথেই মারা যান।

এ ছাড়া সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করতে নতুন ভবন নির্মাণ করা হলেও সেটি এখনো চালু হয়নি। বক্তারা দাবি করেন, ১৫ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উপস্থিতি: জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। তারা পঞ্চগড়ের চিকিৎসাসেবার উন্নয়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464