ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক: জামালপুরে ৮ আওয়ামী লীগ কর্মী আটক

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর::

জামালপুরে ৮ আওয়ামী লীগ কর্মী আটক

জামালপুর পৌরসভার সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে ৮ আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

গতরাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (৩৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শামীম (৩৮), বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় সাবেক মেয়রের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র জানায়, আটককৃতরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকে ঠিক কী ধরনের পরিকল্পনা হচ্ছিল, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু কর্মী ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলার প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৫৪৭ বার পড়া হয়েছে

নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক: জামালপুরে ৮ আওয়ামী লীগ কর্মী আটক

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জামালপুর পৌরসভার সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে ৮ আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

গতরাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (৩৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শামীম (৩৮), বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় সাবেক মেয়রের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র জানায়, আটককৃতরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকে ঠিক কী ধরনের পরিকল্পনা হচ্ছিল, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু কর্মী ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলার প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।