ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

শহীদুল ইসলাম শরীফ::

ঢাকার নবাবগঞ্জের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার জাস্টিন রসি কস্তা, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘শুদ্ধ বিজ্ঞান চর্চা মানব কল্যাণকারী, শুদ্ধ শিক্ষা-সংস্কৃতি চর্চা চিত্ত ও হৃদয় গঠনকারী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে নবাবগঞ্জ ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী ২৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড মর্নিং স্কুল, ডমিনিক সেভিও কিন্ডারগার্টেন ও আয়োজক প্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ।

বিজ্ঞান মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

ঢাকার নবাবগঞ্জের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার জাস্টিন রসি কস্তা, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘শুদ্ধ বিজ্ঞান চর্চা মানব কল্যাণকারী, শুদ্ধ শিক্ষা-সংস্কৃতি চর্চা চিত্ত ও হৃদয় গঠনকারী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে নবাবগঞ্জ ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী ২৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড মর্নিং স্কুল, ডমিনিক সেভিও কিন্ডারগার্টেন ও আয়োজক প্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ।

বিজ্ঞান মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464