অনুষ্ঠানটি পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মোঃ রেজওয়ান হোসেন। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর যুব বিভাগের সভাপতি জনাব মোঃ মাসুম বিল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডঃ মোঃ আব্দুল মালেক, যিনি পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, যিনি মশরহাটির বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। এছাড়া সাবেক জেলা সেক্রেটারি মোঃ ওমর ফারুক, যশোর জেলা পূর্বের ইসলামি ছাত্র শিবিরের নেতা, এবং পৌর প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব মোঃ আব্দুর রব নেওয়াজও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ আবু রায়হান এবং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মোঃ ইকরাম মোল্লা ও সেক্রেটারি ইঞ্জিঃ মোঃ এনামুল হকসহ বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগস্টের আন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করেন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা সব ধর্ম ও মতের মানুষকে একত্র হয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা আগামীর আন্দোলন ও সংগঠনের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।