লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা
ধান বীজ দোকানে রাখার দায়ে দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা
লাখাইয়ে সরকারি উদ্যোগে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার অভিযোগে এক দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার বুল্লাবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স রাজকুমার দেব নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৮৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করেছে। এসব বীজ সরকারি ভাবে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছিল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমের জন্য উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ এবং হাইব্রিড জাতের ধান বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের তালিকা অনুযায়ী বীজ বিতরণ করা হচ্ছে। কিন্তু গোপন সংবাদ পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে যে, কিছু দোকানী এই বিনামূল্যে বিতরণ করা বীজ বিক্রি করছেন।
এ অভিযোগের ভিত্তিতে কৃষি কর্মকর্তাদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স রাজকুমার দেব নামক প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া, ১৮৫ কেজি বীজ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০,৫৪৫ টাকা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, তদন্ত কমিটি গঠন করা হবে যাতে করে এই অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা এবং পুলিশের সদস্যরা।