ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় আ.লীগ নেতা বিলকিসসহ ১৫ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ বিলকিস, যুবদল নেতা সাইফুর রহমান কাঞ্চনসহ ১৫ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাইন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাইন উদ্দিন লিখিত বক্তব্যে জানান, তিনি তার ক্রয়কৃত ও ইজারা নেওয়া জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল তার জমি জবরদখলের চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নির্দেশে কান্দাপাড়া গ্রামের সাইফুর রহমান কাঞ্চন ও মির্জা শাহ আলমসহ ১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার জমিতে হামলা চালায়। তারা সেখানে থাকা কৃষি সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় এবং তার কর্মচারীদের হুমকি দেয়।

মাইন উদ্দিন আরও জানান, এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেছেন। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও পরিস্থিতির কোনো সমাধান হয়নি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৫৭৭ বার পড়া হয়েছে

ধর্মপাশায় আ.লীগ নেতা বিলকিসসহ ১৫ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৪:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ বিলকিস, যুবদল নেতা সাইফুর রহমান কাঞ্চনসহ ১৫ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাইন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাইন উদ্দিন লিখিত বক্তব্যে জানান, তিনি তার ক্রয়কৃত ও ইজারা নেওয়া জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল তার জমি জবরদখলের চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নির্দেশে কান্দাপাড়া গ্রামের সাইফুর রহমান কাঞ্চন ও মির্জা শাহ আলমসহ ১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার জমিতে হামলা চালায়। তারা সেখানে থাকা কৃষি সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় এবং তার কর্মচারীদের হুমকি দেয়।

মাইন উদ্দিন আরও জানান, এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেছেন। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও পরিস্থিতির কোনো সমাধান হয়নি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464