ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশটা আমাদের, দেশটাকে আমাদেরকেই সুন্দর করতে হবে; জেলা প্রশাসক সুনামগঞ্জ

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দাস, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।

এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নির্বাহী প্রকৌশলী তুষার আহমেদ সোহাগ, পিটিআই-এর সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহন্ত, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, জেলা ব্র্যাকের সমন্বয়ক একে আজাদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আশিকুর রব, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম রেজাউল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদুল্লাহ, জেলা কারাগারের জেলার মো. আবু সালাম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার বুসু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. সেলিম আহমেদ এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রবীন আচার্য প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “আমরা যারা সরকারি কর্মকর্তা, আমাদের আরও নমনীয় হওয়া প্রয়োজন। আমাদের সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। আমরা যেন প্রত্যাশিত সেবা প্রদান করি, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। দেশটা আমাদের, তাই আমাদেরই দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অন্য কেউ এসে আমাদের জন্য এটি করবে না।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আমরা যদি সাধারণ মানুষকে মানসম্পন্ন সেবা দিতে পারি, তাহলে তারা সেবা নিতে উৎসাহিত হবে। যখন জনগণ আমাদের ওপর ভরসা করতে পারবে এবং সহজেই সেবা গ্রহণ করতে পারবে, তখনই আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

দেশটা আমাদের, দেশটাকে আমাদেরকেই সুন্দর করতে হবে; জেলা প্রশাসক সুনামগঞ্জ

আপডেট সময় ১০:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দাস, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।

এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নির্বাহী প্রকৌশলী তুষার আহমেদ সোহাগ, পিটিআই-এর সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহন্ত, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, জেলা ব্র্যাকের সমন্বয়ক একে আজাদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আশিকুর রব, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম রেজাউল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদুল্লাহ, জেলা কারাগারের জেলার মো. আবু সালাম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার বুসু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. সেলিম আহমেদ এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রবীন আচার্য প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “আমরা যারা সরকারি কর্মকর্তা, আমাদের আরও নমনীয় হওয়া প্রয়োজন। আমাদের সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। আমরা যেন প্রত্যাশিত সেবা প্রদান করি, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। দেশটা আমাদের, তাই আমাদেরই দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অন্য কেউ এসে আমাদের জন্য এটি করবে না।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আমরা যদি সাধারণ মানুষকে মানসম্পন্ন সেবা দিতে পারি, তাহলে তারা সেবা নিতে উৎসাহিত হবে। যখন জনগণ আমাদের ওপর ভরসা করতে পারবে এবং সহজেই সেবা গ্রহণ করতে পারবে, তখনই আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464