দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে মহান একুশে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এর নেতৃত্বে সদস্যরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক, চ্যানেল ২৪-এর প্রতিনিধি বিপুল কুমার সানি, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রেজা হাই, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম, সাংবাদিক গোলাপ হোসেন প্রমুখ।
বক্তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, “একুশ আমাদের জাতীয় চেতনার প্রতীক। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি আমাদের চির কৃতজ্ঞ থাকা উচিত। তাঁদের আত্মত্যাগের কারণেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।”
সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।