মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, “এই নির্বাচন কমিশন রংবিহীন ও চেহারাবিহীন নির্বাচন কমিশন। আগামী নির্বাচন আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এজন্য নির্ভুল ভোটার তালিকা তৈরিতে নতুন আবহ তৈরি এবং মাঠপর্যায়ের বাস্তবতা অনুধাবনের প্রয়োজন রয়েছে।”
ভোটার তালিকা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, অজ্ঞতা, অনিহা, অসচেতনতা ও অসাবধানতার মতো সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক, আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর, মোঃ কামরুল ইসলাম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা, দিনাজপুর,দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আফতাব উজ্জামান।
সভায় শেষে নির্বাচন কমিশনার তথ্য সংগ্রহকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সুষ্ঠু ভোটার তালিকা তৈরিতে করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।