দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
২৪ ফেব্রুয়ারী সোমবার শহরের লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টার মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দীন। প্রধান অতিথি মোঃ মেরাজুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরে শিশুদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শিশুদের স্বপ্ন বাস্তবায়নে তারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
সভাপতির বক্তব্যে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, আমরা হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার হিসেবে ৩ হাজার ৫শত ৫০জন শিশুর জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও ব্যাগ বিতরণ করছি।
এর জন্য ব্যয় করা হয়েছে ২৫ লক্ষ ৫৬ হাজার টাকা। প্রতিটি শিশুকে ৯টি করে খাতা ও একটি ব্যাগ প্রদান করা হয়েছে। শিক্ষার পাশাপাশি এই পরিবারগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্লাস্টিক বর্জ্য সম্পর্কিত উদ্যোগ গ্রহন করেছে যাতে দিনাজপুর জেলাকে একটি পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে পারে।
এছাড়া “যথেষ্ট” রয়েছে মর্মে ওয়ার্ল্ড ভিশন সারা দেশের মতো দিনাজপুরেও এই প্রচারাভিযান বাস্তবায়ন করে আসছে।