দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মারুফ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার বলেন, “আমি এখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি। এটি আমার সাংবিধানিক দায়িত্ব। কেউ যদি মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “কোনো অপরাধী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বদা সজাগ থাকবে।”
সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “আমি আশা করি, আপনারা জনগণের পক্ষে থাকবেন এবং সমাজের কল্যাণে কাজ করবেন।” এছাড়াও তিনি সমাজবিরোধীদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, ডিআই-১ মো. লিয়াকত আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।