সুনামগঞ্জে কৃষি ঋণ মেলা
দাদন ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জেলা প্রশাসকের
সুনামগঞ্জ জেলায় ‘কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ২৬টি ব্যাংকের অংশগ্রহণে কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সহজ শর্তে ঋণ গ্রহণে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। কৃষকদের উচিত দাদন ব্যবসায়ীদের ফাঁদে না পড়ে ব্যাংকের মাধ্যমে সহজ ও স্বল্প সুদে ঋণ গ্রহণ করা।
অনুষ্ঠানে উপস্থিত ৫৬ জন কৃষককে ৭১ লাখ টাকা কৃষি ঋণ দেওয়া হয়। এতে কৃষকরা সরাসরি ব্যাংকের ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া।
পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বলেন, কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, কৃষকদের ব্যাংক ঋণের প্রতি আগ্রহী হতে হবে যাতে তারা নিজেদের কৃষি খাতকে আরও উন্নত করতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন।”
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া বলেন, বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ প্রদানের নির্দেশনা দিয়ে থাকে।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, কৃষি খাতে ঋণ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর শাখা প্রধান মো. গোলাম আজাদ, ইসলামী ব্যাংক পিএলসি-এর শাখা প্রধান মো. বোরহান উদ্দিন, বিআরডিবি’র উপপরিচালক মো. রাশিদুল মামুন চৌধুরী ।