তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার আটক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চারাগাঁও বিওপি টহল দল সীমান্তের লালঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৩৭ বোতল ভারতীয় মদ ও ৪২ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা। এগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ট্যাগস :