ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে কঠোর পদক্ষেপের ঘোষণা

স্টাফ রিপোর্টার::

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম যোগাযোগপথ। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী গাড়ি চলাচল করে। কিন্তু নিয়ম-নীতি অমান্য করে মহাসড়কে প্রতিনিয়ত চলাচল করছে নিষিদ্ধ যানবাহন, যেমন সিএনজি, ইজিবাইক, নছিমন, ভটভটি, রিকশা, অটোরিকশা এবং ফিটনেসবিহীন গাড়ি।

এসব যানবাহন মহাসড়কে ওঠায় প্রায়ই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, যা অনেক সময় প্রাণঘাতী রূপ নিচ্ছে। এর ফলে প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা, আবার কেউ কেউ সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে সারাজীবন ভোগান্তিতে পড়ছেন।

সচেতনতা তৈরিতে হাইওয়ে পুলিশ ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালাচ্ছে। চালক ও যাত্রীদের সতর্ক করে জানানো হচ্ছে, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন না চালাতে। ২২ সেপ্টেম্বর (সোমবার) এ প্রচারনা চালান হাইওয়ে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, মহাসড়ক ভারী ও দ্রুতগামী যানবাহনের জন্য তৈরি। সেখানে ধীরগতির ছোট যানবাহন উঠলে গতি নিয়ন্ত্রণে সমস্যা হয়। ফলে বাস-ট্রাকের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে এসব যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ম ভঙ্গকারীদের তাৎক্ষণিক জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কর্তৃপক্ষ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, “একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।” “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।”

সচেতন মহল বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। মহাসড়ক ছোট যানবাহনের জন্য নয়, এ ধারণা চালক ও যাত্রী উভয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অন্যথায় মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব হবে না।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে কঠোর পদক্ষেপের ঘোষণা

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম যোগাযোগপথ। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী গাড়ি চলাচল করে। কিন্তু নিয়ম-নীতি অমান্য করে মহাসড়কে প্রতিনিয়ত চলাচল করছে নিষিদ্ধ যানবাহন, যেমন সিএনজি, ইজিবাইক, নছিমন, ভটভটি, রিকশা, অটোরিকশা এবং ফিটনেসবিহীন গাড়ি।

এসব যানবাহন মহাসড়কে ওঠায় প্রায়ই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, যা অনেক সময় প্রাণঘাতী রূপ নিচ্ছে। এর ফলে প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা, আবার কেউ কেউ সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে সারাজীবন ভোগান্তিতে পড়ছেন।

সচেতনতা তৈরিতে হাইওয়ে পুলিশ ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালাচ্ছে। চালক ও যাত্রীদের সতর্ক করে জানানো হচ্ছে, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন না চালাতে। ২২ সেপ্টেম্বর (সোমবার) এ প্রচারনা চালান হাইওয়ে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, মহাসড়ক ভারী ও দ্রুতগামী যানবাহনের জন্য তৈরি। সেখানে ধীরগতির ছোট যানবাহন উঠলে গতি নিয়ন্ত্রণে সমস্যা হয়। ফলে বাস-ট্রাকের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে এসব যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ম ভঙ্গকারীদের তাৎক্ষণিক জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কর্তৃপক্ষ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, “একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।” “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।”

সচেতন মহল বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। মহাসড়ক ছোট যানবাহনের জন্য নয়, এ ধারণা চালক ও যাত্রী উভয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অন্যথায় মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব হবে না।