ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-রংপুর মহাসড়কে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে একে একে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। ফলে বেশ কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং কিছুটা ক্ষতি হয়। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলের মহাসড়কে আরও কয়েকটি ছোট দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

ঢাকা-রংপুর মহাসড়কে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় ০৯:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে একে একে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। ফলে বেশ কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং কিছুটা ক্ষতি হয়। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলের মহাসড়কে আরও কয়েকটি ছোট দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464