ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পাক প্রধানমন্ত্রী

চেকপোস্ট ডেস্ক::

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ফের হোয়াইট হাউসের মসনদে ফিরতে চলেছেন ডনাল্ড ট্রাম্প। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও । আর এই অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে পড়লেন তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক ট্যুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেন শেহবাজ। কিন্তু পাকিস্তানে এক্স নিষিদ্ধ করেছে তারই সরকার। ফলে তিনি যে VPN ব্যবহার করে ওই বার্তা পোস্ট করেছেন, তা প্রকাশ হয়ে গিয়েছে। আইনত, পাকিস্তানে নিষিদ্ধ ওয়েবসাইট খুলতে VPN ব্যবহার করা বেআইনি কাজ হিসেবে ধরা হয়। ফলে প্রধানমন্ত্রী খোদ বেআইনি কাজ করছেন কেন, প্রশ্ন তুলছেন দেশের নাগরিকরাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। পাকিস্তান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশাবাদী।’

এই পোস্ট প্রকাশ্যে আসতেই কটাক্ষ, বিদ্রুপের শিকার হন শেহবাজ। চলতি বছরের গোড়াতেই পাকিস্তানে নিষিদ্ধ হয় এক্স। শেহবাজ সরকারের মন্ত্রী আতাউল্লা তরার জানান, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং সাইটটিকে নিষিদ্ধ করছেন তারা। আতাউল্লা দাবি করেন, বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা এক্স -এর মাধ্যমে নাশকতা ছড়াচ্ছে, দেশ-বিরোধী কাজকর্মে উস্কানি জোগাচ্ছে। সেই নিষেধাজ্ঞা না তুলেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখা পোস্ট করেন শেহবাজ। যার জেরে পাক প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন – ‘ দ্বিচারিতার যদি চেহারা থাকত, তাহলে তা শেহবাজ শরিফের সঙ্গে মিলে যেত।

সূত্র : ইকোনোমিক টাইমস

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
৫০৩ বার পড়া হয়েছে

ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পাক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ফের হোয়াইট হাউসের মসনদে ফিরতে চলেছেন ডনাল্ড ট্রাম্প। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও । আর এই অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে পড়লেন তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক ট্যুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেন শেহবাজ। কিন্তু পাকিস্তানে এক্স নিষিদ্ধ করেছে তারই সরকার। ফলে তিনি যে VPN ব্যবহার করে ওই বার্তা পোস্ট করেছেন, তা প্রকাশ হয়ে গিয়েছে। আইনত, পাকিস্তানে নিষিদ্ধ ওয়েবসাইট খুলতে VPN ব্যবহার করা বেআইনি কাজ হিসেবে ধরা হয়। ফলে প্রধানমন্ত্রী খোদ বেআইনি কাজ করছেন কেন, প্রশ্ন তুলছেন দেশের নাগরিকরাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। পাকিস্তান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশাবাদী।’

এই পোস্ট প্রকাশ্যে আসতেই কটাক্ষ, বিদ্রুপের শিকার হন শেহবাজ। চলতি বছরের গোড়াতেই পাকিস্তানে নিষিদ্ধ হয় এক্স। শেহবাজ সরকারের মন্ত্রী আতাউল্লা তরার জানান, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং সাইটটিকে নিষিদ্ধ করছেন তারা। আতাউল্লা দাবি করেন, বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা এক্স -এর মাধ্যমে নাশকতা ছড়াচ্ছে, দেশ-বিরোধী কাজকর্মে উস্কানি জোগাচ্ছে। সেই নিষেধাজ্ঞা না তুলেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখা পোস্ট করেন শেহবাজ। যার জেরে পাক প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন – ‘ দ্বিচারিতার যদি চেহারা থাকত, তাহলে তা শেহবাজ শরিফের সঙ্গে মিলে যেত।

সূত্র : ইকোনোমিক টাইমস