ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্টগ্রামে ব্যাটারী চালিত রিকশা চালকদের দাপটে মহাদুর্ভোগ

মিজানুর রহমান,চট্টগ্রাম::

চট্টগ্রাম নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও ইজি বাইক চালকদের দাপট নতুন করে সড়ক ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করেছে। সম্প্রতি, পুলিশের সহায়তায় এই চালকরা নগরের প্রধান সড়ক ও অলি গলিতে অটো রিকশা নিয়ে চলে বেড়াচ্ছে। এর পাশাপাশি তারা বিভিন্ন দাবি নিয়ে আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, নগরীতে ব্যাটারী চালিত যানবাহনগুলোর ওপর ট্রাফিক পুলিশী হয়রানি বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, অতিরিক্ত জরিমানা এবং গাড়ি আটকানোর বিধানও অবৈধ। তারা ৭ দিনের সময় চেয়ে পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়েছেন। তবে প্রথমে অনড় অবস্থানে থাকলেও পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছাড়ে।

কর্মসূচি আয়োজনকারী রিকশা শ্রমিক সংগঠনের ব্যানারে, শ্রমিকরা নগর পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত আগ্রাবাদ ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। প্রায় ৫ কিলোমিটার এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি হয়। অনেক শিক্ষার্থীকে পায়ে হেঁটে স্কুলে যেতে দেখা গেছে।

এদিকে, আন্দোলনকারীরা তাদের দাবির মধ্যে উল্লেখ করেছেন, ব্যাটারি রিকশার লাইসেন্স দেওয়া এবং সড়কে চলাচল করার অনুমতি পাওয়ার দাবি। তাদের দাবি, যদি সড়ক দুর্ঘটনা এবং ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টি সমাধান না হয়, তবে সড়ক পরিবহন ব্যবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে।

সচেতন মহল অভিযোগ করেছে, ব্যাটারী চালিত রিকশাগুলো ট্রাফিক আইন মানে না এবং সেগুলি বেপরোয়া গতিতে চলতে থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। স্থানীয়রা এ ধরনের যানবাহন নিষিদ্ধ করতে চান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

ট্টগ্রামে ব্যাটারী চালিত রিকশা চালকদের দাপটে মহাদুর্ভোগ

আপডেট সময় ০৯:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও ইজি বাইক চালকদের দাপট নতুন করে সড়ক ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করেছে। সম্প্রতি, পুলিশের সহায়তায় এই চালকরা নগরের প্রধান সড়ক ও অলি গলিতে অটো রিকশা নিয়ে চলে বেড়াচ্ছে। এর পাশাপাশি তারা বিভিন্ন দাবি নিয়ে আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, নগরীতে ব্যাটারী চালিত যানবাহনগুলোর ওপর ট্রাফিক পুলিশী হয়রানি বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, অতিরিক্ত জরিমানা এবং গাড়ি আটকানোর বিধানও অবৈধ। তারা ৭ দিনের সময় চেয়ে পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়েছেন। তবে প্রথমে অনড় অবস্থানে থাকলেও পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছাড়ে।

কর্মসূচি আয়োজনকারী রিকশা শ্রমিক সংগঠনের ব্যানারে, শ্রমিকরা নগর পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত আগ্রাবাদ ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। প্রায় ৫ কিলোমিটার এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি হয়। অনেক শিক্ষার্থীকে পায়ে হেঁটে স্কুলে যেতে দেখা গেছে।

এদিকে, আন্দোলনকারীরা তাদের দাবির মধ্যে উল্লেখ করেছেন, ব্যাটারি রিকশার লাইসেন্স দেওয়া এবং সড়কে চলাচল করার অনুমতি পাওয়ার দাবি। তাদের দাবি, যদি সড়ক দুর্ঘটনা এবং ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টি সমাধান না হয়, তবে সড়ক পরিবহন ব্যবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে।

সচেতন মহল অভিযোগ করেছে, ব্যাটারী চালিত রিকশাগুলো ট্রাফিক আইন মানে না এবং সেগুলি বেপরোয়া গতিতে চলতে থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। স্থানীয়রা এ ধরনের যানবাহন নিষিদ্ধ করতে চান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464