জামালপুর ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহীন মিয়া গ্রেফতার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় প্রতিবেশী শাহীন মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া এলাকায় মোতালেব মিয়ার মেয়ে এবং তার দুই বান্ধবী বাড়ির পাশে খেলাধুলা করছিল। ওই সময়ে শাহীন মিয়া কার্টুন দেখানোর কথা বলে তিন শিশুকে ঘরে ডেকে নেয়। এ সময় ৭ বছর বয়সী এক শিশু আহত হয়ে ফিরলেও, অন্য দুই শিশু মধ্যে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত অপর শিশুর ক্ষেত্রেও ধর্ষণের চেষ্টা চালায়।
ধর্ষিত শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে শনিবার রাতে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শাহীন মিয়ার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল। সেই মামলায় সে গ্রেফতার হয়ে কারাভোগও করেছে।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হয়। পরে জামালপুর র্যাবের সহায়তায় তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।