জামালপুরে সাবেক ছাত্রদল নেতা বৃদ্ধ পিতার হাত-পা ভেঙে দেওয়ায় কুপালো ছোট ভাই
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বৃদ্ধ পিতা সুরুজ মিয়া (৭০)-কে লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তারই বড় ছেলে, আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন।
জানা যায়, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে তার সন্তানদের কাছ থেকে কোনো ভরণ-পোষণ না পেয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করে আসছিলেন। তবে তার ছেলে মোয়াজ্জেম হোসেন এই কাজ মেনে নিতে পারেননি এবং বাবাকে ভিক্ষা করতে নিষেধ করেছিলেন। কিন্তু সুরুজ মিয়া তার জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি চালিয়ে যেতে থাকেন।
এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে মোয়াজ্জেম হোসেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার বৃদ্ধ পিতার হাত-পা ভেঙে দেন। এই ঘটনার প্রতিবাদে ছোট ভাই জিটুল রাগে-ক্ষোভে বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন।
বর্তমানে বৃদ্ধ পিতা সুরুজ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ বাড়িতে অবস্থান করছেন।
এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।