ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকব্যবসায়ী আটক

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরের পৌরসভার রামনাগর গ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি জিয়াউল হক (৪৫) আটক হয়েছেন। বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জিয়াউল হক স্থানীয় মৃত জহুরুল হকের পুত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের আওতায় যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটকের পর জিয়াউল হক স্বীকার করেন, ২০১২ সালে তিনি মাদক ব্যবসায় জড়ান এবং একবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে ১৭ দিন কারাভোগ করেন। জামিনে মুক্তি পাওয়ার পর কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পরে পুরোদমে মাদক কারবার চালিয়ে যান। তিনি বগুড়ার সারিয়াকান্দি থেকে মাদকের চালান সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে মাদকাসক্তদের কাছে সরবরাহ করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, জিয়াউল মূলত ১৯৯৬ সাল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন এ অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিলেন। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যেন আইনের ফাঁক গলে তিনি আবার মুক্ত হয়ে না আসতে পারেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, “মাদকব্যবসায়ী জিয়াউল হককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এই অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

জামালপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের পৌরসভার রামনাগর গ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি জিয়াউল হক (৪৫) আটক হয়েছেন। বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জিয়াউল হক স্থানীয় মৃত জহুরুল হকের পুত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের আওতায় যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটকের পর জিয়াউল হক স্বীকার করেন, ২০১২ সালে তিনি মাদক ব্যবসায় জড়ান এবং একবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে ১৭ দিন কারাভোগ করেন। জামিনে মুক্তি পাওয়ার পর কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পরে পুরোদমে মাদক কারবার চালিয়ে যান। তিনি বগুড়ার সারিয়াকান্দি থেকে মাদকের চালান সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে মাদকাসক্তদের কাছে সরবরাহ করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, জিয়াউল মূলত ১৯৯৬ সাল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন এ অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিলেন। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যেন আইনের ফাঁক গলে তিনি আবার মুক্ত হয়ে না আসতে পারেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, “মাদকব্যবসায়ী জিয়াউল হককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এই অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।