জামালপুরে মাদক প্রতিরোধ ও উন্নয়ন বিষয়ে ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জামালপুর সদর উপজেলার দাপুনিয়া ৮নং ওয়ার্ডে সোমবার (২২ সেপ্টেম্বর) ত্রি-নয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এলাকার সার্বিক উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) এবং পৌর প্রশাসক জনাব এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তব্যে জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম সমাজের টেকসই উন্নয়ন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
সভায় স্থানীয় জনগণ তাদের দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এবং উন্নয়নমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌর প্রশাসক জনাব এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা উপস্থাপন করে পরিবেশকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।